উইন্ডোজ ৮–এর কি-বোর্ড শর্টকাট
(Windows 8 keyboard shortcuts)
মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ ৮ অন্যতম। যে কাজ মাউসে ক্লিক করে বা নির্দিষ্ট কৌশল অবলম্বন করে করা যায় সেই কাজ খুব সহজেই করা যাবে যদি উইন্ডোজের কি কি-বোর্ড শর্টকাট ব্যবহার করে করা যায়। উইন্ডোজ লোগো-সংবলিত কিসহ (Win Key) নির্দিষ্ট কি চাপলে প্রয়োজনীয় কাজ করা যাবে দ্রুত। উইন্ডোজ কি একবার চেপে কোনো কিছু লিখলে ওই সম্পর্কিত তথ্য খুঁজে নেওয়া যাবে। এ ছাড়া আরও কিছু দরকারি শর্টকাট কি দেওয়া হলো—
C: চার্ম মেনু চালু হয়ে Settings, Devices, Share and Search options দেখাবে
D: ডেস্কটপ চালু হবে
E: উইন্ডোজ এক্সপ্লোরার চালু হবে (কম্পিউটার লোকেশন)
F: ফাইল খোঁজার ফলক চালু হবে
H: কোনো কিছু ভাগ করা (শেয়ার) উইন্ডো চালু হবে
I: কম্পিউটার বন্ধ করার সেটিংস চালু হবে
K: ডিভাইস ম্যানেজার চালু হবে
L: কম্পিউটার লক হয়ে যাবে
M: চালু থাকা সব উইন্ডো মিনিমাইজ হয়ে যাবে
O: ডিভাইসের পর্দার ঘোরানো লক ও আনলক হবে
P: প্রোজেক্টর বা বিকল্প কোনো যন্ত্র দেখানোর জন্য
Q: অ্যাপ্লিকেশন খোঁজার উইন্ডো চালু হবে
R: রান চালু হবে
U: Ease of Access Centre চালু হবে
V: বিজ্ঞপ্তি (নোটিফিকেশন) পর্যায়ক্রমে দেখাবে
W: সিস্টেম সেটিং খোঁজার উইন্ডো চালু হবে
X: দরকারি উইন্ডোজ টুলস চালু হবে
Z: ডান ক্লিক কনটেক্সট মেনু চালু হবে
+ ও -: উইন্ডোজের যেকোনো অংশকে জুম ও জুম ছাড়া দেখা যাবে
,: Aero peek চালু হবে
Enter: উইন্ডোজ ন্যারেটর (কথক) চালু হবে
PgUp ও PgDn: চলমান পর্দা ডানে-বাঁয়ে ঘোরানো যাবে
Tab: চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোকে রোল আকারে দেখাবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন