সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

অফলাইনে ওয়েবপেজ দেখতে চাইলে


ইন্টারনেটে কোনো ওয়েবপেজ চাইলে পরবর্তী সময়ে সংযোগ ছাড়াই দেখা যায়। এ জন্য ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজারে কিছু সেটিংস পাল্টে নিতে হবে। জনপ্রিয় দুই ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্সে কীভাবে কাজটি করবেন, তা-ই থাকছে এখানে।

গুগল ক্রোমের জন্য:
জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে আছে সাইট ক্যাশ করে রাখার সুবিধা। ঘণ্টা খানেক আগে যে ওয়েবপেজ ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেখেছেন সেটি পরে ইন্টারনেট সংযোগ ছাড়া আবার দেখতে হলে প্রথমে গুগল ক্রোম চালু করুন। এবার ক্রোমের অমনি বক্স বা অ্যাড্রেস বারে ‘chrome://flags/#show-saved-copy’ লিখে এন্টার বোতাম চাপুন অথবা অমনি বক্সে chrome://flags লিখে এন্টার চেপে আবার কি-বোর্ডের CTRL+F বোতাম চাপুন। সার্চ বক্সে Enable Show Saved Copy Button লিখুন। Enable Show Saved Copy Button নামের হলুদ একটি ক্রোম ফ্লাগস দেখতে পাবেন। এর ঠিক নিচের ড্রপডাউন মেন্যুতে ক্লিক করে Enable: Primary নির্বাচন করুন। ব্যাস হয়ে গেল। কাজটি পরীক্ষা করতে চাইলে ইন্টারনেট সংযোগ চালু থাকা অবস্থায় পছন্দের যেকোনো ওয়েবসাইট চালু করুন। এবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে কি-বোর্ডের CTRL‍+H বোতাম চাপুন। সাম্প্রতিক দেখা ওয়েবপেজগুলো এখানে পাবেন। এখানে থেকে যেকোনো লিংকে ক্লিক করলে This page is not available পাতায় Show saved copy নামে একটি নীল রঙের বোতাম পাবেন। এখানে ক্লিক করলেই ইন্টারনেট সংযোগ ছাড়াই সংরক্ষিত পেজটি দেখতে পাবেন।

ফায়ারফক্সে সুবিধাটি পেতে হলে:
ক্রোম ব্রাউজারের মতো ফায়ারফক্সে আলাদা কোনো ফ্লাগ পাবেন না। তবে চিন্তার কিছু নেই। ফায়ারফক্স চালু করুন। অফলাইনে ওয়েবপেজ দেখতে হলে ওপরের ডান পাশের হ্যাম বার্গার মেন্যুতে (সমান্তরাল তিনটি দাগওয়ালা আইকন) ক্লিক করুন। এবার Developer বোতামে ক্লিক করে আবার তালিকার Work Offline-এ ক্লিক করুন। নিয়ম ঠিকঠাক অনুসরণ করলে ব্রাউজারের অনলাইনে থাকা পাতাগুলোকে ক্যাশে জমা করবে এবং সংযোগ বিচ্ছিন্ন হলেও সেই পাতাগুলো যখন খুশি দেখতে পাবেন। আগের মতোই অফলাইনে সাম্প্রতিক পাতাগুলো দেখতে কি-বোর্ডের CTRL+H বোতাম চেপে কাঙ্ক্ষিত লিংকে ক্লিক করলেই ইন্টারনেট সংযোগ ছাড়াই সে ওয়েবপেজ দেখতে পারবেন।



গুগলে তথ্য খোঁজ কার্যকরী কৌশল


দুটি বা এর বেশি শব্দে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করুন। যেমন “technology history”

শব্দ বিয়োগ
আপনি হয়তো একটি বিষয়ে গবেষণা করছেন, কিন্তু কোনো একটা বিশেষ অংশ বাদ দিতে চান। সে ক্ষেত্রে বিয়োগ চিহ্নের (-) ব্যবহার হলো সমাধান। যেমন technolgy history -calculator
নির্দিষ্ট ওয়েবসাইটে খোঁজ
কোনো বিষয় নির্দিষ্ট একটি ওয়েবসাইটে খুঁজতে চাইছেন। কিন্তু ওই সাইটে সার্চ সুবিধা নেই, সে ক্ষেত্রে লিখুন এভাবে “technolgy column” site:prothom-alo.com
একই রকম বা সমার্থক শব্দ
যে শব্দ বা দু-তিনটি শব্দ দিয়ে তথ্য খোঁজ করছেন, তার সমার্থক বা প্রতিশব্দের তথ্যও যাতে পেতে পারেন সে জন্য শব্দের আগে টিল্ড () চিহ্ন বসিয়ে দিন। যেমন ..technology facts
নির্দিষ্ট ঘরানার ফাইল
কোনো বিষয়ের ওয়ার্ড ডকুমেন্ট কিংবা পাওয়ার পয়েন্ট ফাইল খুঁজতে চাইলে ফাইলের ধরন উল্লেখ করে দিতে হবে। যেমন “laptop computer” filetype:ppt
এটা অথবা ওটা
গুগলে যে শব্দ দিয়ে খোঁজ করবেন, সেই বিষয়ের তথ্যই গুগল খুঁজে দেবে। যদি দুই ধরনের বিষয় খুঁজতে চান তবে শব্দের মাঝখানে or বসিয়ে দিন। যেমন technology trend or technology business
সংখ্যা সীমা
কোনো নির্দিষ্ট মেয়াদকাল কিংবা মূল্যমানের সীমার মধ্যে তথ্য খুঁজতে চান, তবে তা উল্লেখ করে দিন। যেমন mobile user 2000..2016 কিংবা smartphone 10000..25000
ক্যালকুলেটর
গুগলের সার্চবারকে সরাসরি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যায়। এখানেই হিসাব কষা যাবে। যেমন 13.5*1490
শব্দের সংজ্ঞা
কোনো কিছুর সংজ্ঞা জানতে শব্দের আগে difine লিখে দিতে হবে। যেমন define:digital device
ব্লগের তথ্য
নির্দিষ্ট বিষয়ে ব্লগ লেখকেরা কী লিখেছেন বা ব্লগসাইটগুলোতে সেটি নিয়ে কী আলোচনা হচ্ছে, সেসব তথ্য পেতে লিখতে হবে এভাবে- stress management:blogs
সময় বা আবহাওয়া
কোনো স্থানের তখনকার সময় বা আবহাওয়ার তথ্য জানতে শুধু লিখে দিন-time in Chittagong
তুলনা বা একই রকম জিনিস
একটা জিনিসের সঙ্গে আরেকটার তুলনা করতে better than, আবার একই রকম কিছু খুঁজতে reminds me of ব্যবহার করতে পারেন। যেমন “better than plastic”. “reminds me of the Beatles” অথবা “sounds like drama”
সূত্র: গুগল ডটকম ও হাবস্পট ডটকম


এক্সপ্লোরারেই কমান্ড


ইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের  উইন্ডোজ এক্সপ্লোরারে যোগ হয়েছে নতুন অনেক সুবিধা। এক্সপ্লোরার থেকে এখন চাইলেই Run-এর কাজগুলো করা যাবে। এ জন্য উইন্ডোজ এক্সপ্লোরার খুলে সেটির অ্যাড্রেসবারে যেকোনো রান কমান্ড লিখে এন্টার করলেই তা চালু হবে। কিছু প্রয়োজনীয় রান কমান্ড দেওয়া হলো এখানে:


lwrite—ওয়ার্ড প্যাড

losk—পর্দার কি-বোর্ড
lpaint—পেইন্ট অ্যাপ
lsndvol—ভলিউম কন্ট্রোলার
lstikynot—স্টিকি নোট
ltaskmgr—টাস্ক ম্যানেজার
lregedit—রেজিস্ট্রি এডিটর
lcontrol—কন্ট্রোল প্যানেল
lcmd—কমান্ড প্রম্পট উইন্ডো
lcalc—ক্যালকুলেটর অ্যাপ
lcleanmgr—ডিস্ক ক্লিনআপ ইউটিলিটি
lexplorer—নতুন এক্সপ্লোরার
lmsinfo32—সিস্টেম ইনফরমেশন টুল
ldevmgmt.msc—ডিভাইস ম্যানেজার
lwmplayer—উইন্ডোজ মিডিয়া প্লেয়ার
ldxdiag—ডাইরেক্টএক্স ডায়াগনস্টিক টুল
lsnippingtool—স্ক্রিনশট নেওয়ার অ্যাপ
lcompmgmt.msc—কম্পিউটার ম্যানেজমেন্ট কনসোল